রিয়ালকে ফের শীর্ষে তুললেন কাসেমিরো

ছবি: এএফপি

সেলতা ভিগোর কাছে পয়েন্ট খোয়ানোর পরই কাজটা সহজ হয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদের। এককভাবে শীর্ষে ওঠার দারুণ সুযোগ ছিল তাদের। আর সে সুযোগ কাজে লাগাতে কোনো ভুল করেনি দলটি। যদিও জয় পেতে সংগ্রাম করতে হয়েছে তাদের। নিষেধাজ্ঞা থেকে ফেরা কাসেমিরোর একমাত্র গোলে জয় পায় দলটি। এস্পানিওলকে ১-০ গোলে হারিয়ে লা লিগায় ফের শীর্ষে উঠেছে রিয়াল।

মহামারি করোনাভাইরাসের কারণে তিন মাসেরও বেশি বিরতির পর ফের শুরু হওয়ার পর এখন পর্যন্ত পাঁচটি ম্যাচেই জয় তুলে নিল রিয়াল। এ জয়ে প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে ২ পয়েন্টের ব্যবধান গড়েছে তারা। ৩২ ম্যাচে তাদের পয়েন্ট ৭১। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার সংগ্রহ ৬৯ পয়েন্ট।

বল দখলের লড়াইয়ে এদিন এগিয়ে ছিল রিয়ালই। তবে পুরো ম্যাচেই স্পষ্ট হয়ে উঠেছে ক্লান্তির ছাপ। অন্যদিকে তাদের বেশ কয়েকবারই কঠিন পরীক্ষায় ফেলেছে এস্পানিওল। গোলরক্ষক থিবো কর্তুয়ার অসাধারণ কিছু সেভে কোনো বিপদ হয়নি।

প্রথমার্ধের একেবারে শেষ দিক এগিয়ে যায় রিয়াল। দারুণ এক গোল দেন এক ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা কাসেমিরো। তবে এ গোলে অবদান বেশি ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমার। মাঝমাঠ থেকে মার্সেলোর ক্রস দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে ব্যাকহিল করে পেছনে বল দেন এ ফরাসি। ছোট ডি-বক্সে একেবারে ফাঁকায় বল পেয়ে জোরালো শটে জাল খুঁজে নেন কাসেমিরো।

দ্বিতীয়ার্ধেও বেশ আক্রমণ পাল্টা-আক্রমণে চলতে থাকে খেলা। তবে রক্ষণ ভাঙতে পারেনি কেউ। তবে সমতায় ফেরার মতো বেশ কিছু আক্রমণ করেছিল এস্পানিওল। তবে তা থেকে গোল আদায় করতে না পারায় ড্র মেনেই মাঠ ছাড়তে হয় তাদের।

Comments

The Daily Star  | English

The Daily Star, HSBC honour high achievers in O, A level exams

The tagline of this year's programme is "Saluting the nation builders of tomorrow".

6m ago