হোল্ডারদের জার্সিতে থাকছে বর্ণবাদ বিরোধী স্লোগান
ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ এমনিতেই ‘স্পেশাল’। চারমাস স্থবির থাকার পর এই সিরিজ দিয়েই ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। সেই স্পেশাল সিরিজে বাড়তি মশলাও যোগ হচ্ছে। যুক্তরাষ্ট্রে পুলিশি নির্যাতনে জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনার পর শুরু হওয়া বর্ণবাদ বিরোধী অবস্থানের ঢেউ লাগছে এই সিরিজেও। ওয়েস্ট ইন্ডিজ দল নিজেদের জার্সিতে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ স্লোগানটি খোদাই করেই খেলতে নামছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, খেলার মাঠে প্রতিবাদ ও সচেতনতা তৈরির প্রয়াস হিসেবে এই উদ্যোগ নিয়েছে তারা। ওয়েস্ট ইন্ডিজের বর্ণবাদ বিরোধী এমন উদ্যোগে অনুমতি দিয়েছে আইসিসিও।
আনুষ্ঠানিক বিবৃতিতে ক্যারিবিয়ান টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার জানান নিজেদের দায়িত্ববোধ থেকেই তারা সময়ের এই ডাক দিতে চলেছেন, ‘আমরা বিশ্বাস করি আমাদের দায়িত্ব হচ্ছে বর্ণবাদ বিরোধী সচেতনতা তৈরি করা।’
‘খেলাধুলার ইতিহাসে ও ওয়েস্ট ইন্ডিজের জন্য এটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমরা ইংল্যান্ডে উইজডেন ট্রফি ধরে রাখতে এসেছি কিন্তু এই সময়ে বিশ্বে যা চলছে তা ন নিয়েও আমরা ভাবিত। ন্যায় বিচার ও সমতার জন্য আমরাও লড়ছি।’
আলিশা হোসনাহর নকশা করা বিশেষ জার্সি পরে ৮ জুলাই থেকে সাউদাম্পটনে স্বাগতিকদের বিপক্ষে নামবে হোল্ডার বাহিনী। জানা গেছে ইংল্যান্ড দলও এই সিরিজে নিজেদের বর্ণবাদ বিরোধী অবস্থান জানান দিবে।
হোল্ডার জানান, কেবল একটা দায়সারা প্রতিবাদ হিসেবেই নয়। সব মানুষের সমতার জন্য তাদের এই লড়াই চলমান থাকবে, ‘হালকা চালে আমরা এই সিদ্ধান্ত নেইনি। আমরা জানি গায়ের রঙ দেখে লোকে মানুষকে বিচার করে, তখন সেটা পীড়াদায়ক হয়। কাজেই আমাদের আবেদন বিশদ প্রেক্ষাপটে। অবশ্যই সব মানুষের সমতা থাকতে হবে, একতাবদ্ধ হতে হবে। মানুষ হিসেবে সেটা অর্জনের আগে আমরা চুপ হতে পারি না। গায়ের রঙ দেখে যাতে কাউকে বিচার করা না হয় তা প্রতিষ্ঠা করতে হবে।’
করোনাভাইরাস মহামারির মধ্যেও যুক্তরাষ্ট্রে পুলিশের নির্মম নির্যাতনে জর্জ ফ্লয়েড নামক এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুর ঘটনা তুমুল আলোচিত হয়। বিশ্বজুড়ে চলে প্রতিবাদ। বিশেষ করে বড় ঢেউ লাগে ক্রীড়াঙ্গনে। অনেক কৃষ্ণাঙ্গ ক্রীড়াবিদ নিজেদের হেনস্থার কথা জানান।
ক্রিকেটে বরাবরই বর্ণবাদকে কঠোরভাবে দেখে আইসিসি। বর্ণবাদের কারণে দীর্ঘসময় আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিল দক্ষিণ আফ্রিকা।
Comments