ইউনাইটেড হাসপাতাল অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ হাইকোর্টের
রাজধানীর ইউনাইটেড হাসপাতালের অগ্নিকাণ্ডে মৃত ব্যক্তিদের পরিবারের সঙ্গে সমঝোতা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
তবে এ বিষয়ে উভয়পক্ষ সমঝোতায় পৌঁছাতে না পারলে আগামী ১৩ জুলাই আদেশ দেবেন বলে জানিয়েছেন আদালত।
মৃত ব্যক্তিদের পরিবারের পক্ষে তিনটি পৃথক রিট আবেদনের শুনানিতে অংশ নিয়ে আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে, গত ৩০ মে ইউনাইটেড হাসপাতাল অগ্নিকাণ্ডে নিহত পাঁচ জনের একজন মাহবুব ইলাহির পরিবারের পক্ষে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী নিয়াজ মাহমুদ।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘হাইকোর্টের আদেশের ফলে এখন মাহবুব ইলাহির পরিবার ইউনাইটেডে হাসপাতালের কাছে ক্ষতিপূরণ চেয়ে আবেদন করবে।’
Comments