সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খান এখন বাংলা একাডেমির সভাপতি

বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খানকে এবার সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
Shamsuzzaman Khan-1.jpg
অধ্যাপক শামসুজ্জামান খান। ছবি: সংগৃহীত

বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খানকে এবার সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলা একাডেমি আইন ২০১৩ এর ৬ (১) ধারা অনুযায়ী গতকাল পরবর্তী তিন বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়। আজ সোমবার দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

বাংলা একাডেমির পরিচালক (জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগ) অপরেশ কুমার ব্যানার্জী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে শামসুজ্জামান খানকে স্বাগত জানান বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

এসময় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পরিচালক এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে একাডেমির প্রয়াত সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের প্রয়াণে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Comments

The Daily Star  | English

Half of Noakhali still reeling from flood

Sixty-year-old Kofil Uddin watched helplessly as floodwater crept into his home at Bhabani Jibanpur village in Noakhali’s Begumganj upazila on August 10. More than a month has passed, but the house is still under knee-deep water.

1h ago