লাদাখ সীমান্ত ছাড়েনি চীন

লাদাখে ভারত-চীনের সীমান্ত। ছবি: এপি ফাইল ফটো

ভারত অধিকৃত কাশ্মীরের লাদাখে চীনা সৈন্যদের সঙ্গে সংঘর্ষে ভারতের অন্তত ২০ সেনা নিহত হওয়ার পর গত ২২ জুন লেফটেন্যান্ট পর্যায়ের বৈঠকে দুই দেশই সেখান থেকে তাদের সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছিল। তবে চীন তাদের সেনা প্রত্যাহার করেনি।

আজ সোমবার স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ ২৪ ঘণ্টা।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে নয় কিলোমিটারের মধ্যেই চীনের এখনও অন্তত ১৬টি ক্যাম্প রয়েছে। স্যাটেলাইট থেকে পাওয়া গালওয়ান উপত্যাকার ছবিতে চীনা সেনাদের কালো ত্রিপলে মোড়া ক্যাম্প দেখা যাচ্ছে বলে এতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, স্যাটেলাইট চিত্র থেকে চীনের ক্যাম্প দেখা গেলেও ভারতের কোনো ক্যাম্পের দেখা মেলেনি। অর্থাৎ, সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করার কথা রেখেছে ভারত।

গত ২৫ ও ২৬ জুনের স্যাটেলাইট চিত্র অনুযায়ী চীন এখন যেখানে অবস্থান করছে সেখান থেকে দৌলতবেগ ওলদি হাইওয়ের দূরত্ব ছয় কিলোমিটার। ভারতের নির্মাণাধীন এই হাইওয়েই বেইজিংয়ের দুশ্চিন্তার কারণ। এই হাইওয়ে তৈরি হয়ে গেলে সহজেই ভারতীয় সেনারা চীনের অভ্যন্তরে নজরদারি চালাতে পারবে। একইসঙ্গে এই হাইওয়ের সাহায্যে সহজেই ভারতের দৌলতবেগ বিমান ঘাঁটির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে।

লাদাখ সীমান্তে ভারত তাদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করে তুলছে। এরই মধ্যে সেখানে পৌঁছে গেছে অত্যাধুনিক অস্ত্র। আঘাত পেলে পাল্টা আঘাত করতে এই প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জি নিউজ ২৪ ঘণ্টা।

Comments

The Daily Star  | English

BNP hosts discussion on first anniversary of July uprising

Leaders recall sacrifices, call for unity at Dhaka gathering

40m ago