সুনামগঞ্জে বন্যায় বিপদে বন্য প্রাণীরাও
সুনামগঞ্জে পাহাড়ি ঢলে বিপৎসীমার উপর দিয়ে যাচ্ছে নদ-নদীর পানি, অনেক মানুষের ঘরবাড়ি পানির নিচে। এই অবস্থায় বিপদে পড়েছে বন্য প্রাণীরাও। বন্যায় আবাসস্থল হারানো একটি গন্ধগোকুলকে পিটিয়ে হত্যার ঘটনাও ঘটেছে।
রোববার বিকেলে সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের রামপুর এলাকায় বন্য প্রাণিটিকে হত্যা করা হয়।
এলাকার বন্যপ্রাণী প্রেমিক রিপন দে দ্য ডেইলি স্টারকে বলেন, মানুষের মতো হয়তো এই প্রাণীটার থাকার জায়গাটি ডুবে গেছে। বাঁচার চেষ্টা করতে গিয়ে মানুষের হাতে পড়ে প্রাণীটিকে মরতে হলো।
যোগাযোগ করা হলে ছাতকের বিট কর্মকর্তা নিতেশ চক্রবর্তী জানান, ছবি দেখে চিহ্নিত করে অবশ্যই প্রাণী হত্যাকারীদের বিরুদ্ধে বন্যপ্রাণী আইন ২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পাশাপাশি, ঢলের পানিতে জঙ্গলে বা হাওড়ে যে প্রাণীগুলো বিপদে পড়েছে, তাদেরকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন তিনি।
Comments