সেই কাণ্ডের কিছুই 'জানেননা' বার্সা কোচ
সেলতা ভিগোর বিপক্ষে ম্যাচের ঘটনা। ম্যাচের দ্বিতীয় কুলিং ব্রেকের সময়ের ঘটনা। দলের অন্যতম সিনিয়র খেলোয়াড় লুইস সুয়ারেজ ও অধিনায়ক লিওনেল মেসিকে কিছু একটা নির্দেশনা দিতে চেয়েছিলেন কিকে সেতিয়েনের সহকারী এদের সারাবিয়া। কিন্তু তিনি তাদের সামনে আসা মাত্র সেখান থেকে চলে যান বার্সা অধিনায়ক। পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এ দৃশ্য। কিন্তু বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন সে ঘটনার কিছুই জানেন না!
অথচ ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, সে ঘটনার সামনেই ছিলেন কোচ সেতিয়েন। এমনকি মেসির চলে জাওয়া দেখে তার দিকে তাকিয়েও ছিলেন তিনি। কিন্তু সংবাদমাধ্যমে বেমালুম এড়িয়ে যান বিষয়টি। সংবাদ সম্মেলনে সে ঘটনা কারণ জানতে চাইলে সেতিয়েন বলেন, 'বিশেষ কিছুই ঘটেনি। এটা একটা নির্দেশনা ছিল এবং এইতো... আমি ঠিক জানি না আপনি আমার কাছ থেকে কি জানতে চাইছেন?'
সেলতা ভিগোর বিপক্ষে সেদিন ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে সেতিয়েনের দল। ফলে লিগ শিরোপা ধরে রাখার সুযোগ অনেকটাই কমেছে তাদের। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ তাদের থেকে পরিষ্কার ২ পয়েন্টের ব্যবধানে এগিয়ে। শিরোপা লড়াইয়ে ফিরতে হলে নিজেদের কাজ ঠিকঠাকভাবে করার পাশাপাশি রিয়ালের পা হড়কানোর প্রত্যাশা করতে হবে দলটিকে। আর এমন পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকেই দায় দিচ্ছেন কোচকেই। সুয়ারেজ তো সরাসরি সেতিয়েনকেই ইঙ্গিত করেছেন।
শুধু সুয়ারেজ নয়, মেসি-পিকেসহ দলের অনেক খেলোয়াড়ই কোচের উপর অসন্তুষ্ট। ফুটবল পাড়ায় গুঞ্জন উঠেছে ক্লাবে কোচ ও খেলোয়াড়দের মধ্যে কোন্দল চলছে। তবে এ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সেতিয়েন, 'এ সব ঘটেই থাকে। আমি এগুলোকে খুব একটা পাত্তা দেই না। ম্যাচ জিততে না পারলে অনেকে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে। আমাদের মূল ভাবনা দলের স্বাভাবিক পরিবেশ ও খেলোয়াড়দের মধ্যকার সম্পর্ক নিয়ে, সেটা ভালো আছে।'
তবে সেতিয়েন যাই বলুক নিজেদের মধ্যে যে কিছু একটা ঝামেলা রয়েছে তা দেখা গিয়েছে স্পষ্ট। এছাড়া সারাবিয়ার ওপর মেসিরাও যে খুশি নন, সেটা বোঝা গিয়েছিল এল ক্লাসিকোতেই। সেই ম্যাচের সেতিয়েনের সহকারীর আচরণে খুশি ছিলেন না খেলোয়াড়েরা। যে কারণে পরে খেলোয়াড়দের কাছে ক্ষমা চাইতে হয়েছিল সেতিয়েনকে। সে ম্যাচেই রিয়ালের কাছে ২-০ গোলের ব্যবধানে হেরে শিরোপা দৌড়ে পিছিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।
Comments