আকস্মিক বন্যায় পানিবন্দি ১ লাখেরও বেশি মানুষ
ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সিলেট ও সুনামগঞ্জে।
এখানে ঘণ্টায় মাত্র ১৬ কিলোমিটার বেগে বয়ে যাওয়া পানি তৈরি করতে পারে ঘণ্টায় ৪৮২ কিলোমিটার বেগে বয়ে যাওয়া বাতাসের মতো একই শক্তি।
সুরমা ও জাদুকাটা নদীর পানি বিপৎসীমার ৪৬ সেন্টিমিটার ও ৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আকস্মিক বন্যায় ইতোমধ্যে গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ প্লাবিত হয়েছে।
পানিবন্দি রয়েছেন এক লাখেরও বেশি মানুষ। উপজেলা প্রশাসন থেকে বিদ্যালয়গুলোতে প্রস্তুত করা হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্র।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, সারা দেশে ১০২টি নদী পয়েন্টের মধ্যে ৭২টি পয়েন্টেই পানি বেড়েছে।
ব্রহ্মপুত্র ও তিস্তা নদীতে সবচেয়ে দ্রুত গতিতে বাড়ছে পানির উচ্চতা।
পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে বিপৎসীমা অতিক্রম করতে পারে পদ্মা নদীর পানিও।
Comments