বুধবার থেকে চিকিসা শুরু

২ সপ্তাহে প্রস্তুত সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতাল

জুন মাসের মাঝামাঝিতে চট্টগ্রামের পতেঙ্গায় একটি ফিল্ড হাসপাতাল প্রস্তুতির কাজ শুরু করেছিল স্বেচ্ছাসেবী শিক্ষামূলক প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশন। দুই সপ্তাহ পেরুতেই হাসপাতালটি এখন চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত।
Biddyananda_Field_Hospital.jpg
করোনা আক্রান্তদের চিকিৎসায় চট্টগ্রামে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ফিল্ড হাসাপাতাল। ছবি: স্টার

জুন মাসের মাঝামাঝিতে চট্টগ্রামের পতেঙ্গায় একটি ফিল্ড হাসপাতাল প্রস্তুতির কাজ শুরু করেছিল স্বেচ্ছাসেবী শিক্ষামূলক প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশন। দুই সপ্তাহ পেরুতেই হাসপাতালটি এখন চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত।

আগামীকাল থেকে ১০০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে শুরু হচ্ছে করোনায় রোগীর চিকিৎসা। এ কাজে বিদ্যানন্দ ফাউন্ডেশনকে সহযোগিতা করছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক ও হাসপাতাল প্রস্তুতি কাজের সমন্বয়ক জামাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা বলেছিলাম জুলাইয়ের শুরু থেকে মানুষকে সেবা দিতে চাই। সে লক্ষ্যে আমরা দিন-রাত কাজ করে ৫০ শয্যা সম্পূর্ণরূপে প্রস্তুত করেছি। আগামীকাল থেকে আমরা রোগী ভর্তি শুরু করবো। প্রাথমিকভাবে ৫০ শয্যা দিয়ে শুরু করলেও শিগগির ১০০ শয্যায় উন্নীত করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের সঙ্গে ১২ জন চিকিৎসক, ১৮ জন সেবিকা ও ৫০ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। আমরা হাই ফ্লো নেজাল কেনোলা অক্সিজেন, অক্সিজেন কনসেনট্রেটর ও দুটি অ্যাম্বুলেন্স পেয়েছি। আর সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের কাজ আমরা প্রায় শেষ করে এনেছি।’

করোনা রোগীদের চিকিৎসা সেবা তত্ত্বাবধায়নে সরকার গঠিত কমিটি গতকাল হাসপাতাল পরিদর্শন করেছে। কমিটির প্রধান চট্টগ্রাম বিভাগীয় কমিশন অফিসের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘তাদের সব চমৎকারভাবে গোছানো। প্রতিটি শয্যাকে তারা প্রটোকল অনুযায়ী গড়ে তুলেছে। এ ছাড়া, ডাক্তার-নার্সদের প্রবেশ ও বের হওয়ার পথও তারা আলাদা করেছে। আমি অভিভূত হয়েছি। দেশের নানা প্রান্ত থেকে যেভাবে তরুণ ডাক্তার ও নার্সরা ছুটে এসেছে এখানে কাজ করতে, সেটা রীতিমত বিস্ময়-জাগানিয়া। আমি আশাবাদী, এই হাসপাতাল আমাদের ভরসার জায়গায় পরিণত হবে।’

Comments

The Daily Star  | English
Bangladesh Bank's steps to build up forex reserves

No limit on cash withdrawals from tomorrow

Bangladesh Bank (BB) has lifted a limit on cash withdrawals from banks in view of overall improvements in law and order.

10m ago