স্থায়ী হচ্ছে ভার্চুয়াল কোর্ট

অস্থায়ী অধ্যাদেশ আইনে রূপান্তরিত করে ভার্চুয়াল কোর্ট স্থায়ী করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতিতে বিচার বিভাগকে সচল রাখতে অধ্যাদেশের মাধ্যমে অনলাইনে বিচারকার্য পরিচালনার অনুমোদন দেওয়া হয়। এর মধ্য দিয়ে বিচার বিভাগের একটি বড় পরিবর্তন এসেছে। দ্রুততম সময়ে আইন পাস করে ভার্চুয়াল কোর্ট স্থায়ী করা হবে, যেন করোনা পরিবর্তী সময়েও অনলাইনে বিচারকার্য পরিচালনা করা যায়।’
virtual court
স্টার অনলাইন গ্রাফিক্স

অস্থায়ী অধ্যাদেশ আইনে রূপান্তরিত করে ভার্চুয়াল কোর্ট স্থায়ী করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতিতে বিচার বিভাগকে সচল রাখতে অধ্যাদেশের মাধ্যমে অনলাইনে বিচারকার্য পরিচালনার অনুমোদন দেওয়া হয়। এর মধ্য দিয়ে বিচার বিভাগের একটি বড় পরিবর্তন এসেছে। দ্রুততম সময়ে আইন পাস করে ভার্চুয়াল কোর্ট স্থায়ী করা হবে, যেন করোনা পরিবর্তী সময়েও অনলাইনে বিচারকার্য পরিচালনা করা যায়।’

গতকাল সোমবার বিকেলে ভিডিও কনফারেন্সে আয়োজিত ‘রিফ্লেকশন অন রুল অব ল’, হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল কনটাক্ট’ শীর্ষক জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বার্ষিক সভায় আইনমন্ত্রী এ সংক্রান্ত লিখিত মতামত তুলে ধরেন।

আইন বিশেষজ্ঞ, মানবাধিকারকর্মী এবং সুশীল সমাজের সদস্য হিসেবে অংশ নিয়ে কনফারেন্সে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

সরকারের সিদ্ধান্তের কথা জানিয়ে আইনমন্ত্রী কনফারেন্সে বলেন, ‘আমরা আশা করছি, এতে মামলা নিষ্পত্তিতে সময় এবং অর্থ সাশ্রয় হবে। একইসঙ্গে বিচারিক কাজে গতি আসছে।’

তিনি আরও বলেন, ‘ভার্চুয়াল কোর্টে উপযোগী করতে ১৮৭২ সালে প্রণিত সাক্ষ্য আইন সংশোধন করার কথাও ভাবছে সরকার। শতবর্ষ পুরাতন সাক্ষ্য আইনে আমরা একটি দীর্ঘ মেয়াদি পরিবর্তনের কথা ভাবছি।’

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

6h ago