মানবদেহে ট্রায়ালের অনুমোদন পেল ভারতের প্রথম করোনা ভ্যাকসিন
মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমোদন পেয়েছে ভারতে তৈরি প্রথম করোনাভাইরাসের ভ্যাকসিন ‘কোভাক্সিন’।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, আইসিএমআর-এর সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি করা হায়দ্রাবাদের ভারত বায়োটেকের ওই ভ্যাকসিনটিকে মানবদেহে ট্রায়ালের জন্য অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া।
সোমবার, ভারত বায়োটেক জানায়, অনুমোদনের পর সার্স-কোভ-২ ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ধাপের ক্লিনিকাল ট্রায়াল আগামী জুলাই মাসে দেশজুড়ে শুরু হবে।
সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই ভ্যাকসিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (এনআইভি)। ভ্যাকসিনটি ভারত বায়োটেকস বিএসএল -৩ (বায়ো-সেফটি স্তর ৩) এর উচ্চ নিয়ন্ত্রিত পরিবেশে তৈরি হচ্ছে।
প্রাক-ক্লিনিকাল গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল জমা দেওয়ার পর সুরক্ষা ও প্রতিরোধের প্রতিক্রিয়া যাচাই করে ভ্যাকসিনটি মানবদেহে প্রথম ও দ্বিতীয় ধাপে ক্লিনিকাল ট্রায়াল শুরু করার জন্য অনুমতি দিয়েছে ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (সিডিএসসিও) ও দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সংস্থাটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডা. কৃষ্ণ এলা বলেন, ‘আমরা ভারতের প্রথম দেশীয় টিকা কোভাক্সিন আবিষ্কারের ঘোষণা দিয়ে গর্বিত।’
ভারত বায়োটেক ছাড়াও কমপক্ষে আরও পাঁচটি ভারতীয় সংস্থা করোনভাইরাস ভ্যাকসিন তৈরিতে কাজ করছে।
এদিকে, মার্কিন সংস্থা মডার্না-র তৈরি করোনার সম্ভাব্য ভ্যাকসিনটির তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালও আগামী জুলাই মাসের মাঝামাঝি থেকে শুরু হবে। এছাড়াও, ক্লিনিক্যাল ট্রায়ালের চূড়ান্ত ধাপে রয়েছে অক্সফোর্ডের তৈরি সার্স-কোভ-২ ভ্যাকসিন।
Comments