আন্তর্জাতিক স্টার্টআপ প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের ডেটাফুল
তুরস্কের প্রতিষ্ঠান স্টার্টআপ ইস্তাম্বুল এক্সিলারেশন প্রোগ্রামের ফাইনালে উঠেছে বাংলাদেশি স্টার্টআপ প্রতিষ্ঠান ডেটাফুল। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
এ প্রোগ্রামে অংশ নেওয়া বিশ্বের বিভিন্ন দেশের মোট ৫৪টি স্টার্টআপ গত ২৪ থেকে ২৬ জুন তাদের আইডিয়া জমা দেয় এবং জুরি বোর্ড এর মধ্যে নয়টি প্রতিষ্ঠানকে পরবর্তী ধাপের জন্য নির্বাচিত করে।
বাংলাদেশ থেকে একাধিক প্রতিষ্ঠান এতে অংশ নিলেও, চূড়ান্ত পর্বের তালিকায় দ্বিতীয় স্থান পেয়েছে ডেটাফুল। বাকি প্রতিষ্ঠানগুলো ইন্দোনেশিয়া, তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান ও ভারতের।
উল্লেখ্য, স্টার্টআপ ইস্তাম্বুল এক্সিলারেশন প্রোগ্রাম এক দশকেরও বেশি সময় ধরে চলছে এবং এ বছর এতে অংশ নিতে ১৬৬ দেশের দেড় লাখেরও বেশি স্টার্টআপ প্রাথমিকভাবে আবেদন করে।
Comments