আবুধাবি থেকে ফিরলেন ১৫২ বাংলাদেশি

US_Bangla_Airlines_Collecte.jpg
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতিতে আবুধাবিতে আটকে পড়া ১৫২ বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ বুধবার সকালে বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলার বিশেষ ফ্লাইটে তারা দেশে আসেন। বাংলাদেশ সময় রাত ২টায় ছেড়ে আসা ফ্লাইটটি সকাল ৮টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইউএস-বাংলার মুখপাত্র কামরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ এয়ার ফোর্স ওয়েলফেয়ার ট্রাস্টের পর্যবেক্ষণে বেসরকারি এয়ারলাইন্সটি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে।

করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় সংযুক্ত আরব-আমিরাতের বিভিন্ন শহরে অনেক বাংলাদেশি আটকা পড়েছিলেন। তাদের মধ্যে থেকে আজ ১৫২ জন ফিরে এলেন।

সরকারের সঙ্গে সমন্বয় করে ইউএস-বাংলা বিশেষ ফ্লাইট পরিচালনা করে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনছে। ইতোমধ্যে চেন্নাই, কলকাতা, দিল্লি, কুয়ালালামপুর, ব্যাংকক এবং দুবাই থেকে বাংলাদেশিদের ফিরিয়ে এনেছে সংস্থাটি।

তিন মাসেরও বেশি সময় বন্ধ রাখার পরে গত ১৬ জুন থেকে সীমিত পরিসরে আন্তর্জাতিক রুটে সরকার ফ্লাইট পরিচালনা শুরু করেছে। রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স বিমান ছাড়াও কাতার এয়ারওয়েজ, এমিরেটস, এয়ার অ্যারাবিয়া এবং তারকিস এয়ারলাইন্সকে ঢাকা থেকে ফ্লাইট পরিচালনা করার অনুমোদন দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Fresh clash erupts between CU students, locals

Both sides were seen hurling brickbats and wielding sticks during the confrontation, turning the area into a battlefield

1h ago