টেকনাফে রোহিঙ্গাসহ ৩ মাদক চোরাকারবারি আটক, ৫০ হাজার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে এক রোহিঙ্গাসহ তিন মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। গতকাল রাত দেড়টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নে একটি ইট ভাঁটার পাশ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

কক্সবাজারের টেকনাফে এক রোহিঙ্গাসহ তিন মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। গতকাল রাত দেড়টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নে একটি ইট ভাঁটার পাশ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

আজ বুধবার কক্সবাজারের র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল গতকাল রাতে অভিযান চালিয়ে এক রোহিঙ্গাসহ তিন মাদক চোরাকারবারিকে আটক করে। তাদেরকে তল্লাশি করে ৫০হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।’

আটককৃতরা হলেন- দমদমিয়ার ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা মোহাম্মদ জুবায়ের (২৫), হ্নীলা জাদিমুরা এলাকার ফরিদ আলম (২৭) ও টেকনাফ সদর ইউনিয়নের জাফর আলম (৩৪)।

Comments

The Daily Star  | English

Police see dead man running

Amin Uddin Mollah is dead and buried for two years and 10 months.

4h ago