সীমান্ত সংকট: ‘ফলপ্রসু হয়নি’ ভারত-চীন তৃতীয় বৈঠক
সীমান্ত উত্তেজনা নিয়ে সমঝোতায় পৌঁছাতে গত দুই মাসে তিন বার বৈঠকে বসেছে ভারত ও চীন।
এনডিটিভি জানায়, গতকাল মঙ্গলবার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের চুশুলে তৃতীয়বারের মতো সামরিক পর্যায়ের বৈঠকটি বিশেষ ‘ফলপ্রসু’ হয়নি।
বৈঠকে ভারতের পক্ষে প্রতিনিধিত্ব করেন ফোর্টিন্থ কর্পের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিংহ। চীনের পক্ষে ছিলেন দক্ষিণ জিনজিয়াং সামরিক অঞ্চলের কমান্ডার মেজর জেনারেল লিউ লিন।
বৈঠকে প্যাংগং লেক ও গালওয়ান উপত্যকায় সীমান্ত সমস্যা নিয়ে সমাঝোতায় পৌঁছাতে পারেনি চীন। ভারত বা চীন কেউই সেনা সরিয়ে নিতে রাজি হয়নি বলে জানা গেছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আগামীতে সামরিক ও কূটনৈতিক স্তরে আরও বৈঠকের সম্ভাবনা রয়েছে।
Comments