চট্টগ্রাম বন্দরে জাহাজে আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
চট্টগ্রাম বন্দরের জেটিতে পণ্য খালাসের সময় চীনের সাংহাই থেকে আসা একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটায় আগুনের সূত্রপাত হওয়ার পর, দমকল বাহিনীর দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
জাহাজ ও বন্দরের নিরাপত্তার বিবেচনায় জাহাজটিতে বহিনোঙরে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পণ্য খালাসের সময় পানামা পতাকাবাহী ‘এমভি ইজুওমু’ জাহাজটির ইঞ্জিনের একপাশ থেকে ধোঁয়া বের হতে থাকে। ভেতরের আগুন লাগার কারণে এমন হয়েছে ভেবে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়।’
এরপর, চট্টগ্রাম বন্দরের কান্ডারী-৮ ও কান্ডারী-১২ নামের দুটি জাহাজের পাশাপাশি দমকল বাহিনীর দুটি ইউনিটের তৎপরতায় ধোঁয়া নিয়ন্ত্রণে আসে। তবে, পুরোপুরি নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত হতে না পারায়, বন্দরের নিরাপত্তার কথা চিন্তা করে জাহাজটিকে বহিঃনোঙরে পাঠিয়ে দেওয়া হয়েছে।
আগুন লাগার কারণ ও তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি বলে জানান ওমর ফারুক।
বন্দর সূত্রে জানা গেছে, গত ২৮ জুন ১৪৭ মিটার লম্বা ও আট মিটার গভীরতার এ জাহাজটি স্টিল জাতীয় পণ্য নিয়ে চীন থেকে চট্টগ্রাম বন্দরের আসে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে চট্টগ্রাম বন্দর নিরাপত্তা বিভাগের উপপরিচালক মেজর মো. রেজাউল হককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ।
Comments