বেনাপোলে করোনা আতঙ্কে জঙ্গলে ফেলে যাওয়া বৃদ্ধ বাবাকে উদ্ধার
যশোরের বেনাপোল রেল লাইনের পাশের জঙ্গলে করোনা আতঙ্কে ফেলে যাওয়া বৃদ্ধ বাবাকে উদ্ধার করেছে স্থানীয়রা। আজ বুধবার বিকেলে তাকে উদ্ধার করা হয়।
বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর রাশেদ আলী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘উদ্ধার হওয়া বৃদ্ধ শহিদুল ইসলামের (৭০) বাড়ি পাবনা জেলায়। বেনাপোলের ভবেরবেড় গ্রামে তিনি তার ছেলেদের সঙ্গে বাস করতেন। আজ দুপুরের পর বৃদ্ধের ছেলেরা করোনা আতঙ্কে তাকে জঙ্গলে ফেলে দিয়ে যায়। রেল লাইনের পাশের জঙ্গলে ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাকে জানায়। আমি পুলিশের সহযোগিতায় বৃদ্ধকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিয়ে আসি।’
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক জাকির হোসেন বলেন, ‘ওই বাবাকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষা করে জানা যাবে তার করোনা আছে কিনা।’
Comments