বান্দরবানে সহোদরের মরদেহ উদ্ধার
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম হ্লা চিং পাড়া থেকে মারমা সম্প্রদায়ের দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরা হলেন— ক্যসিমং মারমা (৩০) ও ক্যাসি থোয়াই মারমা (২৯)। তাদের স্বজন জানিয়েছে, তাদের হত্যা করা হয়েছে।
ক্যসিমং মারমা ছোট ভাই ক্যমু হ্লা মারমা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত মঙ্গলবার দুপুরে পাড়ার একটি সামাজিক অনুষ্ঠানে ক্যনু চিং ও তার ভাই উক্য হ্লার সঙ্গে আমার বড় ভাই ক্যাসি থোয়াইয়ের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গুজব ওঠে যে, আমার দুই ভাই উক্যর বৃদ্ধ বাবাকে মেরে ফেলেছে। এরপর পাড়ার লোকজন আমার ভাইদের নির্বিচারে আঘাত করে এবং তাদেরকে বেঁধে পাড়ার পাশে জঙ্গলে নিয়ে যায়। প্রায় ১৫ মিনিট পরে আমার ভাইদের মৃত অবস্থায় পাই।’
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম চৌধুরী বলেন, ‘এলাকাটি অত্যন্ত দুর্গম। আমরা আজ সকালে মরদেহ নিয়ে ফিরেছি। ময়নাতদন্তের জন্য দুপুরে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ প্রসঙ্গে জানতে চাইলে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজা সারোয়ার বলেন, ‘পুলিশ তদন্ত করছে। নিহত দুই ভাইয়ের বিরুদ্ধে জানুয়ারি মাসে নিষিদ্ধ পপি চাষের জন্য মামলা হয়েছিল।’
Comments