বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু

করোনা মহামারির কারণে সাড়ে তিন মাস বন্ধ থাকার পর আবারও আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে বুড়িমারী স্থলবন্দরে।
ছবি: স্টার

করোনা মহামারির কারণে সাড়ে তিন মাস বন্ধ থাকার পর আবারও আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে বুড়িমারী স্থলবন্দরে।

আজ বৃহস্পতিবার দুপুর থেকে আমদানি-রপ্তানি চালু হওয়ার তথ্য নিশ্চিত করেন বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি রুহুল আমিন বাবুল ও কাস্টমসের সহকারী কমিশনার সোমেন কান্তি চাকমা।

গত ১০ জুন এই বন্দরে আমদানি-রপ্তানি চালু হলেও তিন ঘণ্টা চলার পর বাংলাদেশি পণ্য প্রবেশে বাঁধা দেয় চ্যাংড়াবান্ধা স্থলবন্দর এলাকার ভারতীয়রা। তাদের বিক্ষোভে বন্ধ হয়ে যায় স্থলবন্দরের ব্যবসা-বাণিজ্য।

আজ ভারত ও বাংলাদেশের আমদানি-রপ্তানিকারকদের বৈঠক শেষে উভয় দেশের পণ্য আনা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হলে আমদানি-রপ্তানি শুরু হয়। এরপর দুপুর থেকে সামাজিক দূরত্ব ও নিয়ম মেনে স্থলবন্দর দিয়ে পণ্য আনা নেওয়া শুরু হয়েছে।

Comments

The Daily Star  | English

Over 5,500 held in one week

At least 738 more people were arrested in the capital and several other districts in 36 hours till 6:00pm yesterday in connection with the recent violence across the country.

13h ago