বার্সেলোনায় কোম্যান, তাহলে কি ছাঁটাই হচ্ছেন সেতিয়েন?

সেলতা ভিগোর সঙ্গে পয়েন্ট খোয়ানোর পর থেকেই ফুটবল মহলে জোড় গুঞ্জন ছাঁটাই হচ্ছেন বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন। অথচ ছয় মাসও পার হয়নি বার্সায় যোগ দিয়েছেন তিনি। আর সে গুঞ্জন আরও বাড়িয়েছে চলতি সপ্তাহে রোনাল্ড কোম্যানের বার্সেলোনা ভ্রমণের কারণে। ধারণা করা হচ্ছে বোর্ড কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতেই কাতালান শহরে পৌঁছেছেন ক্লাবের এ সাবেক খেলোয়াড় ও বর্তমান নেদারল্যান্ডস কোচ।

সেলতা ভিগোর সঙ্গে পয়েন্ট খোয়ানোর পর থেকেই ফুটবল মহলে জোড় গুঞ্জন ছাঁটাই হচ্ছেন বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন। অথচ ছয় মাসও পার হয়নি বার্সায় যোগ দিয়েছেন তিনি। আর সে গুঞ্জন আরও বাড়িয়েছে চলতি সপ্তাহে রোনাল্ড কোম্যানের বার্সেলোনা ভ্রমণের কারণে। ধারণা করা হচ্ছে বোর্ড কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতেই কাতালান শহরে পৌঁছেছেন ক্লাবের এ সাবেক খেলোয়াড় ও বর্তমান নেদারল্যান্ডস কোচ।

স্প্যানিশ গণমাধ্যম দিয়ারিও স্পোর্তের সংবাদ অনুযায়ী, গত মঙ্গলবার বার্সেলোনার রাস্তায় হাঁটতে দেখা গিয়েছে কোম্যানকে। তার ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। কোচ ছাঁটাই গুঞ্জন চলার এ সময়ে তার বার্সেলোনায় যাওয়াকে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন অনেকেই। তবে কোম্যান কিংবা বার্সেলোনা কোনো পক্ষ থেকেই কোনো ধরণের বিবৃতি পাওয়া যায়নি। 

আর গুঞ্জন হবেই না কেন? এর আগে আরনেস্তো ভালভার্দেকে ছাঁটাই করার পর কোম্যানকে কোচ হিসেবে চেয়েছিল বার্সা কর্তৃপক্ষ। তখন রাজি হননি এ ডাচ কোচ। মৌসুমে শেষে যোগ দিতে চেয়েছিলেন। মূলত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপের জন্য অপেক্ষা ছিল তার। কিন্তু ওই মুহূর্তেই বার্সার কোচ জরুরী ছিল। তাই অপেক্ষায় না গিয়ে সেতিয়েনকে আড়াই বছরের জন্য দায়িত্ব দেন কর্তৃপক্ষ।

সে সময়ে বার্সার কোচ হওয়ার ইচ্ছা জানিয়ে কোম্যান বলেছিলেন, 'আমার সঙ্গে বার্সা বোর্ড যোগাযোগ করেছিল। কিন্তু নেদারল্যান্ডসের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ পর্যন্ত থাকতে চাই। আমার কথা রাখতে চাই। টুর্নামেন্ট শেষে আমি সেখানে যোগ দিতে পারি। কিন্তু এখন এটা ভাবার সময় না। সবাই জানে, আমার স্বপ্ন বার্সেলোনাকে পরিচালনা করা। আশা করি ভবিষ্যতে আবার সুযোগ হবে।'

সুযোগটা হয়তো এবারই হয়েছে। কারণ করোনাভাইরাসের কারণে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ পিছিয়ে গেছে এক বছর। তাই কোম্যান হয়তো এখন নিজের সিদ্ধান্ত বদলাতে পারেন বলেই ভাবছেন অনেকেই। আর এ কারণেই বার্সেলোনায় গিয়েছেন বলে ধারণা স্প্যানিশ গণমাধ্যমের। আর এমনটা হলে সেতিয়েনের জন্য খুব ভালো কোনো সংবাদ নয়।

সাম্প্রতিক সময়টা খুব বাজেই যাচ্ছে বার্সেলোনার। মাঠের পারফরম্যান্স যাচ্ছে তাই। তার উপর খেলোয়াড়দের সঙ্গে কোচের দ্বন্দ্বের সংবাদও চাউর। তাই সব দিক থেকেই চাপে আছেন সেতিয়েন। যদিও স্প্যানিশ গণমাধ্যমের সংবাদ অনুযায়ী অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে তার বাসায় গিয়ে তাকে অভয় দিয়েছেন স্বয়ং বার্সা প্রেসিডেন্ট হোসেপ মারিয়া বার্তেমেউ। কিন্তু সে ম্যাচেও পয়েন্ট খুইয়েছে সেতিয়েনের দল।

Comments

The Daily Star  | English

Former planning minister MA Mannan arrested in Sunamganj

Police arrested former Planning Minister MA Mannan from his home in Sunamganj's Shatiganj upazila yesterday evening

30m ago