সমালোচনার মুখে স্বেচ্ছায় নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ
আইসোলেশন সেন্টারের নিরাপত্তায় গাফিলতি ও লকডাউনের নিয়ম না মানায় সমালোচনার মুখে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক।
বিবিসি জানায়, সম্প্রতি নিউজিল্যান্ডের একটি আইসোলেশন সেন্টার থেকে নির্ধারিত সময়ের আগেই দুই রোগীকে ছেড়ে দেওয়া হয়। একজন মুমুর্ষু রোগীকে দেখতে যাওয়ার জন্য হাসপাতাল ছাড়ার অনুরোধ জানিয়েছিলেন তারা। পরবর্তীতে তাদের দুজনেরই করোনা শনাক্ত হয়। আইসোলেশন সেন্টারের ওই গাফিলতির দায় নিজের ঘাড়েই নিয়েছেন ডেভিড ক্লার্ক।
তিনি বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী হিসেবে থাকাকালীন এই সিদ্ধান্তের পুরো দায়িত্ব আমি নিচ্ছি।’
এর আগে বছরের শুরুতে লকডাউনের নিয়ম না মেনে পরিবারসহ সৈকতে বেড়াতে যাওয়ার কারণেও সমালোচনার শিকার হন তিনি।
রয়টার্স জানায়, এর আগে মহামারিতে স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্কের ভূমিকা নিয়ে সমালোচনার মুখে তাকে অব্যাহতি দেওয়ার আহ্বান নাকচ করেন দেশটির প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা অ্যার্ডেন।
স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ প্রসঙ্গে জ্যাসিন্ডা জানান, তিনি ক্লার্কের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
Comments