করোনা আপডেট: পটুয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া

পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং আজ ভোরে এ জেলায় করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তি মারা গেছেন। সকালে করোনা আক্রান্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মারা গেছেন।
আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারের স্থানীয় সংবাদদাতারা এ সব তথ্য জানিয়েছেন।
পটুয়াখালীতে আরও ১০ জনের করোনা শনাক্ত, উপসর্গে ১ জনের মৃত্যু
পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় আইনজীবী, প্রকৌশলী, ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে আরও ১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৪৩১ জনের করোনা শনাক্ত হলো।
পটুয়াখালীর সিভিল সার্জন ডা. জাহাংগীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন শনাক্তদের সবাই সদর উপজেলার বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত ২১ জন মারা গেছেন ও ৮৮ জন সুস্থ হয়েছেন বলে তিনি জানান।
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় করোনা উপসর্গ নিয়ে আজ ৪৫ বছরের এক ব্যক্তি মারা গেছেন। আজ ভোর সাড়ে ৬টার দিকে তিনি নিজ বাড়িতে মারা যান। দুপুরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে পটুয়াখালীর সিভিল সার্জন জানিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার করোনায় নার্সের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন সিনিয়র স্টাফ নার্স মারা গেছেন। আজ সকালে রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় দুই সপ্তাহ আগে তার করোনা শনাক্ত হয়। তখন তাকে চিকিৎসার জন্য মুগদা হাসপাতালে নেওয়া হয় এবং শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয়। আজ সকালে সেখানেই তার মৃত্যু হয়।
Comments