বেনাপোল সীমান্ত এলাকায় বাংলাদেশির গুলিবিদ্ধ মরদেহ ফেলে গেল বিএসএফ

বেনাপোল সীমান্ত এলাকা থেকে রিয়াজুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার সকালে ৪৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রিয়াজুল ইসলামের বাড়ি ধান্যখোলা গ্রামে। তার বাবার নাম কাটু মোড়ল। সকালে স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের পাশ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মাদক নিয়ে দেশে ফেরার সময় ভারতের বাঁশঘাটা বিএসএফ ক্যাম্পের সদস্যরা রিয়াজুলকে লক্ষ্য করে গুলি ছুড়লে তার মৃত্যু হয়। পরে বিএসএফ মরদেহ ধান্যখোলা সীমান্তে ফেলে রেখে যায়।’
সেলিম রেজা আরও বলেন, ‘বেনাপোল পোর্ট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেলা রেল হাসপাতালে পাঠিয়েছে।’
Comments