ম্যান সিটি ছেড়ে বায়ার্ন মিউনিখে সানে
ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ছেড়ে পাঁচ বছরের চুক্তিতে বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখে যোগ দিলেন লেরয় সানে। শুক্রবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতি দিয়ে ২৪ বছর বয়সী জার্মান উইঙ্গারের সঙ্গে চুক্তি করার বিষয়টি নিশ্চিত করেছে বাভারিয়ানরা।
২০১৬ সালে স্বদেশি ক্লাব শালকে জিরো ফোর থেকে ম্যান সিটিতে নাম লিখিয়েছিলেন সানে। দলটির হয়ে চার মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩৫ ম্যাচে ৩৯ গোল ও ৪৫ অ্যাসিস্ট করেছেন তিনি। সিটিজেনদের জার্সিতে দুটি প্রিমিয়ার লিগসহ মোট সাতটি শিরোপা জেতার পর ফের বুন্ডেসলিগায় পাড়ি জমাচ্ছেন তিনি।
জানা গেছে, সানের জন্য জার্মানির শীর্ষ ফুটবল লিগের টানা আটবারের চ্যাম্পিয়ন বায়ার্নকে প্রাথমিকভাবে গুণতে হচ্ছে ৪৯ মিলিয়ন ইউরো। তবে অন্যান্য শর্ত মিলিয়ে খরচের অঙ্কটা গিয়ে ঠেকতে পারে ৬০ মিলিয়ন ইউরোতে।
বায়ার্নের প্রধান নির্বাহী কর্মকর্তা কার্ল-হেইঞ্জ রুমানিগে বলেছেন, ‘লেরয় সানেকে এফসি বায়ার্নে আমন্ত্রণ জানাতে পেরে আমরা খুবই আনন্দিত। সে একজন অসাধারণ খেলোয়াড় যে কিনা অতীতে, বিশেষ করে জাতীয় দলের হয়ে নিজের যোগ্যতার প্রমাণ রেখেছে।’
গেল বছরই অবশ্য সানেকে কিনতে চেয়েছিল জার্মান চ্যাম্পিয়নরা। কিন্তু ম্যান সিটির হাঁকানো চড়া মূল্য পরিশোধ করতে রাজি ছিল না তারা। তবে গেল মাসে সানে সিটিজেনদের সঙ্গে চুক্তি নবায়ন না করায় বেশ অল্প দামেই তাকে দলে টানতে পেরেছে বায়ার্ন।
লম্বা চোট থেকে সুস্থ হয়ে উঠে সম্প্রতি মাঠে ফিরেছেন সানে। গেল বছর অগাস্টে লিভারপুলের বিপক্ষে কমিউনিটি শিল্ডের ম্যাচে পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল তার। আগামী সপ্তাহে নতুন ঠিকানায় অনুশীলন শুরু করতে যাচ্ছেন তিনি।
Comments