মাধুরী দীক্ষিতের গানে শেষ কোরিওগ্রাফি করেছিলেন সরোজ খান
বলিউডের প্রখ্যাত কোরিওগ্রাফার সরোজ খান মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে সরোজ খানের বয়স হয়েছিল ৭১ বছর।
ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়, গত ২০ জুন শ্বাসকষ্ট নিয়ে মুম্বাইয়ের বান্দ্রায় গুরু নানক হাসপাতালে ভর্তি হন সরোজ খান।
তিনবার ভারতের জাতীয় পুরষ্কার পাওয়া এই কোরিওগ্রাফার চার দশকেরও বেশি সময়ে ২ হাজারের বেশি গানে কোরিওগ্রাফ করেছেন।
মাত্র ৩ বছর বয়সে ব্যাকগ্রাউন্ডে নৃত্যশিল্পী হিসেবে কাজ শুরু করেছিলেন সরোজ খান।
১৯৭৪ সালে ‘গীতা মেরা নাম’ সিনেমায় কোরিওগ্রাফার হিসেবে আত্মপ্রকাশ তার ঘটে।
১৯৮৭ সালের ‘হাওয়া হাওয়াই’ থেকে শুরু করে দেবদাসের ‘ডোলা রে ডোলা’সহ একাধিক গানে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
২০১৯ সালে ‘কলঙ্ক’ ছবিতে মাধুরী দীক্ষিতের গানে শেষবারের মতো কোরিওগ্রাফ করেছিলেন তিনি।
বলিউডের সরোজ খানের মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।
Comments