সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নছিমনের ৩ যাত্রী নিহত
সিরাজগঞ্জের তারাশ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নছিমনের তিন যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরনবী প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন— নাটোরের গুরুদাসপুর উপজেলার দড়ি বামনগাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে মনিরুল ইসলাম (৩৬), মুজা শাহের ছেলে শাকিল মিয়া (২২) ও আয়েজ উদ্দীনের ছেলে আশরাফুল ইসলাম (৩০)।
নূরনবী প্রধান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল রাত ৯টার দিকে ঢাকা-বনপাড়া হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। দুই জন তেল ব্যবসায়ী নছিমনে তেল নিয়ে ফিরছিলেন। হাটিকুমরুল এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী যান ধাক্কা দিলে ঘটনাস্থলে তিন জন নিহত হন। পুলিশ পৌঁছানোর আগেই দ্রুতগামী যানটি পালিয়ে যায়।’
Comments