নোয়াখালীতে ডাকাত সন্দেহে আটক ৮
নোয়াখালীর সোনাইমুড়ীতে ডাকাত সন্দেহে আট জনকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে উপজেলার আমকি মহিলা মাদ্রাসার সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছ।
আজ শুক্রবার সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) দিশান আহম্মেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
এ সময় তাদের কাছ থেকে ধারালো চাইনিজ কুড়াল, চাকু, এসএস পাইপসহ ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
দিশান আহম্মেদ জানান, চাটখিল উপজেলায় ডাকাতি করতে সোনাইমুড়ীর আমকি মহিলা মাদ্রাসার সামনে একদল ডাকাত প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আট জনকে আটক করে। এ সময় দুই জন পালিয়ে গেছে।’
এ ঘটনায় সোনাইমুড়ী থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) ফারুক বাদী হয়ে আজ দুপুরে একটি মামলা দায়ের করেছেন।
আটককৃতরা হচ্ছেন- আরমান হোসেন রাব্বি (২৫), ফরহাদ হোসেন (২০), আল আমিন হোসেন (১৯), আব্দুস সামাদ সোহেল (২০), সামছুল আরেফিন বিজয় (২০), সাইফুল ইসলাম বাবু (২০), জহির হোসেন পিয়াস (১৯) ও মো. মাসুদুর রহমান (২৭)।
সোনাইমুড়ী থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘আটককৃতরা সবাই নব্য ও উঠতি বয়সের ডাকাত। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলেও এ বিষয়ে মুখ খুলছে না। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একইসঙ্গে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।’
Comments