ফেনীতে ভেজাল মশলা তৈরির অভিযোগে আটক ২
ফেনীতে ভেজাল মশলা তৈরির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তারা হলেন- পৌরসভার দক্ষিণ সহদেবপুর এলাকার বাসিন্দা নারায়ণ চন্দ্র বনিক (৫২) ও পবিত্র বনিক (৩১)।
আজ শুক্রবার ভোরে রামপুর এলাকার একটি কারখানায় ভেজাল মশলা তৈরির সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে ফেনী পৌরসভার রামপুর আবু বক্কর সড়ক এলাকায় জহির উদ্দিন লিটনের মালিকানাধীন মরিচের কারখানায় অভিযান চালানো হয়। এসময় নারায়ণ চন্দ্র বনিক ও পবিত্র বনিককে আটক করা হলেও কারখানার মালিক জহির উদ্দিন লিটন দৌঁড়ে পালিয়ে যান।
তিনি আরও জানান, র্যাব সদস্যরা ওই কারখানা থেকে ১২ বস্তা ধানের কুড়া (৫০৯ কেজি), চার বস্তা শুকনো মরিচ (২০০ কেজি) এবং দুই কেজি রং উদ্ধার করেছে।
গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, এক বস্তা মরিচ ও ১০ বস্তা ধানের কুড়ার সঙ্গে সাড়ে পাঁচ কেজি রাসায়নিক পদার্থ (কমলা রংয়ের) মিশিয়ে তারা এ ভেজাল মরিচের গুড়া তৈরি করে থাকেন। এ মশলা বিভিন্ন নামীদামী কোম্পানির মোড়কে ফেনীর বিভিন্ন বাজার ছাড়াও আশেপাশের বাজারে পাইকারদের মাধ্যমে বিক্রি করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে ফেনী সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
Comments