কুমিল্লায় আরও ৭৯ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৩৭৭৮

কুমিল্লা জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৭৭৮ জনে।

কুমিল্লা জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৭৭৮ জনে।

আজ শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান।

সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান জানান, কুমিল্লা সিটি করপোরেশনে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজর ১১ জন। নতুন শনাক্তদের মধ্যে সিটি করপোরেশনে ২৮ জন, সদর দক্ষিণে ১০ জন, লাকসামে ৭ জন, হোমনায় ১১ জন, চৌদ্দগ্রামে ২০ জন ও বুড়িচংয়ে ৩ জন।

আজ রাত বারোটা থেকে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার লক ডাউন উঠে যাচ্ছে। গত ১৪ দিন কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৩, ১০, ১২ এবং ১৩ নং ওয়ার্ড লক ডাউন ছিল। লকডাউনকৃত এলাকায় করোনা সংক্রমণের হার কমে এসেছে। এর পরিপ্রেক্ষিতে লক ডাউন তুলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মোট আক্রান্তের মধ্যে দেবিদ্বারে ৩৩১ জন, চৌদ্দগ্রামে ৩১৮ জন, মুরাদনগর ২৫১ জন, লাকসামে ২২৪ জন, নাঙ্গলকোটে ২১২ জন , চান্দিনায় ২০৫ জন, বুড়িচংয়ে ১৭৯ জন দাউদকান্দিতে ১৪৮ জন, আদর্শ সদরে ১৪৫ জন, হোমনায় ১৪১ জন, বরুড়ায় ১২৬ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১১৮ জন, মনোহরগঞ্জে ১০২ জন, তিতাসে ৯৯ জন, লালমাইয়ে ৬০ জন, ব্রাহ্মণপাড়ায় ৫৮ জন, মেঘনায় ৩৪ জন ও কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১৯ হাজার ৫০৬ জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ১৮ হাজার ৮৭৭ জনের। এতে ৩ হাজার ৭৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত মারা গেছেন ১০৩ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৬১৩ জন।

Comments

The Daily Star  | English

Abu sayed’s death in police firing: Cops’ FIR runs counter to known facts

Video footage shows police shooting at Begum Rokeya University student Abu Sayed, who posed no physical threat to the law enforcers, during the quota reform protest near the campus on July 16. He died soon afterwards.

10h ago