আইসোলেশনে থাকা কারান কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ
ইংল্যান্ডের অনুশীলন ক্যাম্পে জৈব সুরক্ষিত পরিবেশে থেকেও অসুস্থতা বোধ করায় সেলফ আইসোলেশনে ছিলেন স্যাম কারান। ডায়রিয়া শুরু হওয়ায় এই পেস অলরাউন্ডারকে কোভিড-১৯ পরীক্ষাও দিতে হয়। তবে কেটে গেছে সব শঙ্কা, করোনাভাইরাস নেগেটিভ এসেছে তার।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব না থাকায় আগামী সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া প্রথম টেস্টকে সামনে রেখে দুই-এক দিনের মধ্যে অনুশীলনে ফিরতে পারবেন কারান।
‘তিনি আগামী ২৪-৪৮ ঘন্টার মধ্যে প্রশিক্ষণে ফিরে আসবেন এবং দলের চিকিৎসক খুব কাছ থেকে তাকে পর্যবেক্ষণ করবেন।’
ইংলিশ স্কোয়াডের নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে খেলেছিলেন কারান। বুধবার ব্যাটিংয়ে নেমে তিনি অপরাজিত ছিলেন ১৫ রানে। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আর মাঠে নামা হয়নি তার।
২২ বছর বয়সী কারানসহ ইংল্যান্ডের সব খেলোয়াড় ও স্টাফকে রবিবার আরও একবার কোভিড-১৯ পরীক্ষা করানো হবে।
গত সপ্তাহে খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল, হোটেল ও ভেন্যুর সাপোর্ট স্টাফ মিলিয়ে ৭০২টি কোভিড-১৯ পরীক্ষা করাতে হয়েছে ইসিবিকে। সবগুলো পরীক্ষার ফলই অবশ্য নেগেটিভ এসেছে।
করোনা মহামারিতে আন্তর্জাতিক ক্রিকেটের চার মাসের স্থবিরতা শেষ হচ্ছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজ দিয়েই। আগামী ৮ জুলাই সাউথ্যাম্পটনে দর্শকশূন্য স্টেডিয়ামে শুরু হবে দুদলের তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
Comments