মেসি-রোনালদোর একসঙ্গে জুভেন্টাসে খেলার সম্ভাবনা দেখছেন রিভালদো

রিভালদো বলেছেন, যে কোনো ক্লাবই মেসিকে পেতে মুখিয়ে থাকবে।
messi and ronaldo
ফাইল ছবি: এএফপি

স্প্যানিশ গণমাধ্যমে লিওনেল মেসির বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করতে না চাওয়ার যে খবর প্রকাশিত হয়েছে, তার প্রেক্ষিতে রিভালদো বলেছেন, যে কোনো ক্লাবই তাকে পেতে মুখিয়ে থাকবে। বিশ্বকাপজয়ী সাবেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের মতে, রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের পরবর্তী ঠিকানা হতে পারে জুভেন্টাসও, যেখানে খেলছেন সময়ের আরেক সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো।

৩৩ বছর বয়সী মেসি স্প্যানিশ ক্লাব বার্সার সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা বন্ধ করে দিয়েছেন এবং আগামী বছর তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ক্লাবটি ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, শুক্রবার চোখ কপালে তোলার মতো এমন দাবি করেছে স্পেনের রেডিও স্টেশন কাদেনা সার।

তাদের প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, গেল কয়েক মাসে বার্সেলোনার কর্তাদের বরাতে গণমাধ্যমে প্রকাশিত বেশ কিছু সংবাদে যারপরনাই ক্ষুব্ধ হয়েছেন মেসি। যেমন, গেল জানুয়ারিতে সাবেক কোচ আর্নেস্তো ভালভার্দেকে বরখাস্ত করাসহ দলটির আরও অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পেছনে তিনি কলকাঠি নেড়েছেন বলে দাবি করা হয়েছে। তাছাড়া, কাতালানদের বর্তমান স্কোয়াডের মানের ঘাটতি নিয়েও তিনি খুবই হতাশ।

মেসির বার্সা ছাড়ার গুঞ্জন অবশ্য নতুন নয়। এর আগে বেশ কয়েকবার উঠলেও কখনো তা রূপ নেয়নি বাস্তবে। ভালভার্দে ছাঁটাই হওয়ার ঘটনাতেও ডালপালা মেলেছিল উড়ো কথা। তবে তখন তা নাকচ করে দিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

কাতালান দলটির সঙ্গে দুই দশকের সম্পর্কের ইতি মেসি টানবেন নাকি টানবেন না, তা সময়ই বলে দেবে। তবে এরই মধ্যে তার ভবিষ্যৎ ঠিকানা নিয়ে শুরু হয়ে গেছে নানা রকমের আলোচনা। বার্সেলোনার সাবেক তারকা রিভালদো যেমন মনে করছেন, মেসি-বার্সা বিচ্ছেদের সুবাদে গেল এক দশক ধরে ফুটবল বিশ্বকে শাসন করে চলা, ভক্তদেরকে বিস্ময়ে অভিভূত করে যাওয়া দুই মহাতারকাকে একসঙ্গে দেখার সুযোগও হয়তো মিলতে পারে!

বেটফেয়ার নামক বাজিকর প্রতিষ্ঠানের ক্রীড়া বিষয়ক ওয়েবসাইটকে তিনি বলেছেন, ‘এই সমস্ত জল্পনা-কল্পনার কারণে, আমি বিশ্বাস করি যে, কিছু এজেন্ট ইতোমধ্যে জুভেন্টাসে মেসি-রোনালদোর “ডাবল” এবং এটি গোটা বিশ্বের জন্য কত বড় ঘটনা হবে, সেসব নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে।’

‘যদি এমনটা ঘটে তবে পুরো বিশ্ব উল্লাসে ফেটে পড়বে এবং আমি বিশ্বাস করি যে, আর্জেন্টাইন তারকার পেছনে কোনো (বড় অঙ্কের অর্থ) বিনিয়োগ করলেও তারা দ্রুত (ঘাটতি) কাটিয়ে উঠতে পারবে। কারণ, আরও বেশি মানুষ তাদের খেলা দেখবে এবং বিপণনের দিক থেকে তারা লাভবান হবে।’

‘দুজনকে একসঙ্গে খেলতে দেখাটা ঐতিহাসিক ব্যাপার হবে এবং আমি নিশ্চিত যে, জুভদের অনেক পৃষ্ঠপোষকই এক্ষেত্রে আর্থিক সহায়তা করতে চাইবেন। তাই মেসির জন্য এটিও (ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে) একটি সম্ভাব্য বিকল্প হতে পারে।’

যার অধীনে প্রায় এক দশক আগে তরুণ মেসির দীপ্তি ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে, সেই পেপ গার্দিওলা এখন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির কোচ। আগামীতে গুরু-শিষ্যের মিলন হওয়ার সম্ভবনাও উড়িয়ে দিচ্ছেন না রিভালদো, ‘(বার্সার সঙ্গে) মেসির চুক্তি যখন শেষ হবে (২০২১ সালে), তখন তার বয়স হবে ৩৪ বছর। তবে তার যে দক্ষতা রয়েছে, তাতে আমি মনে করি, প্রিমিয়ার লিগে খেলাটা তার জন্য সহজই হবে।’

Comments

The Daily Star  | English

Wage growth still below inflation

Unskilled workers wage grew 8.01% in September this year when inflation was 9.92%

2h ago