সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া অধিদপ্তর শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় দেশের অনেক স্থানে হালকা থেকে মাঝারি বা বজ্রসহ বৃষ্টি এবং দমকা বাতাসের পূর্বাভাস দিয়েছে।
পূর্বাভাসে বলা হয়, ‘রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশির ভাগ স্থানে, ঢাকা ও খুলনা বিভাগের কিছু স্থানে এবং রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং দমকা বাতাস বয়ে যেতে পারে।’
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও উল্লেখ করা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে।
আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে।
Comments