ভারত বিরোধীতার কারণে চাপে নেপালের প্রধানমন্ত্রী
ভারতের জায়গা নেপালের মানচিত্রে স্থান দিয়ে নতুন মানচিত্র সংসদে পাস করেছেন দেশটির প্রধানমন্ত্রী কে পি ওলি। ভারতের সঙ্গে এমন বিরোধীতার কারণে ওলি এখন নিজ দলের মধ্যেই চাপে আছেন। শাসকদলের নেতারা তার পদত্যাগ দাবি করেছেন।
আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করার কারণে শাসকদলের নেতারা এখন ওলিকে দোষারোপ করছেন। ক্ষমতাসীন ওলির দলের অনেকের দাবি চীনের প্ররোচনায় তিনি ভারতের বিরুদ্ধে যেসব মন্তব্য করেছেন তা রাজনৈতিক ও কূটনৈতিকভাবেও ঠিক নয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, তিব্বত সীমান্তে নেপালের ৩৩ হেক্টর জমি দখল করে নিয়েছে চীন। তা নিয়ে চাপে ছিলেন ওলি।
আজ সকাল ১১টায় নেপাল কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির বৈঠকের কথা ছিল। সেখানেই ওলির বিষয়ে সিদ্ধান্তের কথা ছিল। তবে, ওই বৈঠক স্থগিত করা হয়েছে এবং পরবর্তী বৈঠকের দিন ঠিক করা হয়েছে ৬ জুলাই।
সম্প্রতি ভারতের উত্তরাখণ্ডের তিনটি জায়গা নিজের দেশের মানচিত্রে স্থান দিয়ে নতুন মানচিত্র পাশ হয়েছে নেপালের সংসদে। তারপর থেকেই একের পর এক ভারত বিরোধী মন্তব্য করছেন নেপালের প্রধানমন্ত্রী।
তার দাবি, নেপালের কিছু রাজনৈতিক দলের সঙ্গে মিলে তাকে উচ্ছেদের পরিকল্পনা করছে ভারত। নেপালের হোটেল ও ভারতীয় দূতাবাসে তাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এর সঙ্গে নেপালের কিছু নেতাও জড়িত।
Comments