অনিয়মের অভিযোগে আক্কেলপুর থানার ওসি প্রত্যাহার

জয়পুরহাটের আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদকে অনিয়মসহ নানা অভিযোগে প্রত্যাহার করা হয়েছে।
Joypurhat Map
স্টার অনলাইন গ্রাফিক্স

জয়পুরহাটের আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদকে অনিয়মসহ নানা অভিযোগে প্রত্যাহার করা হয়েছে।

আজ শনিবার জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘শুক্রবার রাতে থানা থেকে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পুলিশ সদস্যদের কোনো অনিয়ম-দুর্নীতি মেনে নেওয়া হবে না।’

পুলিশ সুপারের অফিস সূত্রে জানা যায়, আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল ইসলাম অনিয়ম ও ঘুষ দাবির অভিযোগ এনে পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দেন। এ ছাড়াও, ওসির বিরুদ্ধে নানান অনিয়ম-দুর্নীতির কথা মৌখিকভাবেও পুলিশ সুপারকে অবহিত করেন তিনি।

এ ব্যাপারে পুলিশ সুপার ওসির বিরুদ্ধে ওঠা এসব অনিয়ম-দুর্নীতি অভিযোগ তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেনকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।

অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় শুক্রবার রাতে ওসিকে আক্কেলপুর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। একইসঙ্গে পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম মালিককে ওসির (চলতি) দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।

Comments

The Daily Star  | English
Cox’s Bazar Rail Station

Cox’s Bazar Rail Station: A modern marvel awaits travellers

The recently constructed Cox’s Bazar rail station aims to attract more tourists to the country’s renowned destination, the Cox’s Bazar sea beach.

18h ago