সিরাজগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু
সিরাজগঞ্জে নয় দিন আগে নিজ সংগঠনের প্রতিপক্ষের হামলায় আহত এক ছাত্রলীগ নেতা আজ দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত এনামুল হক বিজয় (২০) সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহকারী সম্পাদক এবং সংগঠনের কামারখন্দ সরকারি কলেজ শাখার সভাপতি ছিলেন। তিনি গত ২৬ জুন প্রয়াত আওয়ামী লীগ নেতা মো. নাসিমের স্মরণে ছাত্রলীগ আয়োজিত মিলাদ মাহফিলে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলার শিকার হন।
নিহতের ভাই মো. রুবেল জানান, গুরুতর আহত বিজয়কে সেদিন প্রথমে সিরাজগঞ্জ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরদিন তাকে ঢাকায় নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নয় দিন লাইফ সাপোর্টে থাকার পর রোববার দুপুরে সে মারা যায়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রাহমান জানান, এ ঘটনায় ছাত্রলীগের পাঁচ জন নেতার নাম উল্লেখ করে নিহতের ভাই হামলার পরদিনই মামলা করেন। মামলার এজাহারভুক্ত চার আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে বিজয়ের নেতার মৃত্যুর খবর আসার পর সিরাজগঞ্জে ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। নিরাপত্তা রক্ষায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
Comments