কালিহাতীতে বাঁধ ভেঙে যমুনায় বিলীন ২৩ বাড়ি
টাঙ্গাইলে যমুনা নদীর ভাঙনে কালিহাতীর বেলটিয়ায় একটি গ্রাম প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে কমপক্ষে ২৩টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গতকাল রাত থেকে শুরু হওয়া ভয়াবহ এই ভাঙন আজ রোববারও অব্যাহত আছে। ভাঙন কবলিত এলাকাটি বঙ্গবন্ধু বহুমুখী সেতুর পূর্ব প্রান্ত থেকে মাত্র দেড় কিলোমিটার দক্ষিণে।
বাংলাদেশ সেতু কতৃপক্ষ (বিবিএ) সূত্রে জানা যায়, গ্রামবাসীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেতু কতৃপক্ষ ৩০ কোটি টাকা ব্যয়ে সম্প্রতি এই ৪০০ মিটার বাঁধের নির্মাণ কাজ শেষ করে। কিন্তু পানি বৃদ্ধির সাথে সাথে ভাঙন শুরু হলে বাঁধটির কিছু অংশ ভেঙে আশেপাশের বাড়িঘর নদীগর্ভে চলে যায়।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের টাঙ্গাইল সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বাঁধের ৩০ মিটার অংশ ভেঙ্গে গিয়ে বাড়িঘর নদীতে চলে গেছে। আমরা যেখানে কাজ শেষ করেছিলাম, পানি উন্নয়ন বোর্ডের সেখান থেকে কাজ শুরু করার কথা ছিল কিন্তু তারা তা করতে পারেনি।’
তিনি আরও বলেন, ‘আমরা এখন ভাঙন প্রতিরোধের জন্য ওই স্থানটিতে জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছি।’
কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপা বলেন, ‘ভাঙনে মোট ২৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাৎক্ষণিক সহায়তা হিসেবে প্রতিটি পরিবারের মধ্যে নগদ দুই হাজার টাকা এবং ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।’
স্থানীয় সংসদ সদস্য হাসান ইমাম খান ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে টেলিফোনে বিষয়টি অবহিত করেছেন।
Comments