রেফারির সাহায্যে জিতেছেন, শুনতে শুনতে ক্লান্ত জিদান
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থগিত থাকা লা লিগা ফের শুরু হওয়ার পর টানা ৭টি ম্যাচে জিতেছে রিয়াল মাদ্রিদ। তবে প্রতি ম্যাচ শেষেই বিতর্ক সঙ্গ নিয়েছে দলটির। রেফারির সাহায্যেই দলটি জয় পাচ্ছে বলে অভিযোগ উঠছে। ফলে সংবাদ সম্মেলনেও একই প্রশ্নের মুখোমুখি বারবার হচ্ছেন দলের প্রধান কোচ জিনেদিন জিদান। তাতে বেশ বিরক্ত হয়ে উঠেছেন এ ফরাসি কিংবদন্তি।
টানা দুটি ম্যাচে একমাত্র পেনাল্টি গোলে জয় পায় রিয়াল। তাতে বিতর্ক আরও বেড়েছে। আগের দিন অ্যাতলেতিক বিলবাওর বিপক্ষে জয় পাওয়ার পর সংবাদ সম্মেলনে বেশ রেগে গিয়েছেন জিদান, 'আমরা রেফারির সাহায্যে জিতেছি, এসব শুনতে শুনতে আমি ক্লান্ত। কিন্তু আমি এসব পরিবর্তন করতে পারছি না কিন্তু আমাদের খেলোয়াড়রা শ্রদ্ধাটা প্রাপ্য। কেউ লক্ষ্য থেকে সরিয়ে নিতে চাচ্ছে না।'
রোববার অ্যাতলেতিকের মাঠে বেশ চাপেই ছিল রিয়াল। তবে বিরতির পর কিছুটা ঘুরে দাঁড়ায় তারা। ডেডলক ভাঙে ৭৩তম মিনিটে। পেনাল্টি থেকে গোল পায় দলটি। আবারও নিখুঁত স্পটকিকে দলকে জয় এনে দেন অধিনায়ক সের্জিও রামোস। মার্সেলো ফাউলের শিকার হওয়ায় ভিএআর প্রযুক্তির সহায়তা নিয়ে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। তাতেই বিতর্ক বাড়ে। কারণ নিজেদের ডি-বক্সে প্রায় একই ধরণের একটি ফাউল করেছিলেন রামোস। কিন্তু তখন নীরব ছিলেন রেফারি। নীরব ছিল ভিএআর কক্ষও।
তবে এ সব বিষয়কে খুব একটা পাত্তা দিচ্ছেন না জিদান। নিজের কাজেই মনোযোগ দিচ্ছেন তিনি। অ্যাতলেতিকের বিপক্ষে জয় পাওয়ায় দারুণ খুশী তিনি। তবে লিগ শিরোপা নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্ত হতে পারছেন না এ কোচ, 'যতক্ষণ পর্যন্ত গাণিতিকভাবে জিতব ততক্ষণ পর্যন্ত আমরা আরাম করতে পারবো না। এটা খুব গুরুত্বপূর্ণ একটি জয় ছিল। অনেক তীব্রতার সঙ্গে কঠোর একটি লড়াই ছিল। খুবই গুরুত্বপূর্ণ একটি জয়।'
Comments