ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। এ ছাড়া, আহত হয়েছেন আরও তিন জন। আজ সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ও গতকাল রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোররাত সোয়া ৩টার দিকে ভালুকা উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনায় দুই ভাই নিহত হয়েছেন। এতে তাদের বাবা-মা ও চাচা আহত হয়েছেন।
নিহত দুই জন হলেন— জয় মোর্শেদ তুষার (৩২) ও তার ছোট ভাই জাবের মোর্শেদ আকাশ (৩০)। এ ছাড়া, আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তাদের বাবা মঞ্জুরুল মোর্শেদ (৬০), মা জেসমিন মোর্শেদ (৫৪) ও চাচা মাহবুবুল হক লাকি (৫০)।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে ভালুকার ভরাডুবা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. হাদিউল ইসলাম বলেন, ‘ঢাকাগামী একটি প্রাইভেট গাড়ির সঙ্গে একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষে এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরও একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিন জন। হতাহতরা সবাই গাড়িতে ছিলেন। আহতদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
গতকাল রাত সাড়ে ১১টার দিকে নান্দাইল উপজেলার মেরেঙ্গা এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকের সংঘর্ষে অটোরিকশাচালক ও এর যাত্রী নিহত হয়েছেন।
নিহত দুই জন হলেন— হানিফ মিয়া (২২) ও আরিফুল ইসলাম (২০)।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মেদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এই ঘটনায় আলাদা দুটি মামলা করা হয়েছে।’
Comments