সিলেটে করোনা আক্রান্ত নার্সের মৃত্যু
সিলেটে করোনার চিকিৎসায় নিয়োজিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নাসীমা পারভীন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
আজ সোমবার সকাল ৮টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
হাসপাতাল মেডিকেল অফিসার ডা. জন্মেজয় দত্ত দ্যা ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গত ৩১ জুন ওই নার্স অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর ১ তারিখের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হন। এরপর তার শারীরিক অবস্থা খারাপ হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই আজ মৃত্যুবরণ করেন।’
সিলেটের মানিকপীর মাজার সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক।
এর আগে গত ২৯ মে একই হাসপাতালে আরেক সিনিয়র স্টাফ নার্স করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
Comments