চীনের সঙ্গে ২৫ বছরের 'কৌশলগত চুক্তি'তে যাচ্ছে ইরান
চীনের সঙ্গে পঁচিশ বছরের কৌশলগত চুক্তি নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। চুক্তি হলেই এর শর্তগুলো জানানো হবে তিনি জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়, গতকাল রোববার দেশটির সংসদে জাভেদ জারিফ এসব কথা জানিয়েছেন।
চীনকে ইরানের শীর্ষ বাণিজ্যিক অংশীদার উল্লেখ করে তিনি বলেন, 'আত্মবিশ্বাস ও আস্থার সঙ্গে আমরা চীনের সঙ্গে ২৫ বছর মেয়াদি এই কৌশলগত চুক্তি নিয়ে আলোচনা করছি।'
২০১৮ সালে ইরানের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ার পর, দেশটির ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করে। অপরিশোধিত তেল রপ্তানিতে ইরানের অন্যতম বাজার চীন।
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ গত মাসে অন্য দেশের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনার বিষয়ে তীব্র নিন্দা প্রকাশের পর, চীনের সঙ্গে এই চুক্তি নিয়ে ইরানের সোশ্যাল মিডিয়ায় তুমুল ঝড় ওঠে।
তবে, চীনের সঙ্গে চুক্তিতে 'গোপন' কিছু নেই বলে জোর দিয়ে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী।
২০১৬ সালের জানুয়ারিতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের তেহরান সফরের সময় থেকেই এই চুক্তি জনগণের কাছে প্রকাশিত উল্লেখ করে জাভেদ জারিফ বলেন, 'চুক্তি সম্পন্ন হলে, দেশবাসীকে এ বিষয়ে জানানো হবে।'
Comments