এন্ড্রু কিশোরের জনপ্রিয় ২০ গান

প্রয়াত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। ছবি: সংগৃহীত

সদ্য প্রয়াত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর বাংলা সিনেমায় সর্বাধিক ১৫ হাজার গানে প্লেব্যাক করেছেন। চলচ্চিত্রে তার চেয়ে বেশি জনপ্রিয় গান আর কারও নেই। তিনি প্লেব্যাক সম্রাট হিসেবে পরিচিত ছিলেন। বাংলা চলচ্চিত্রে এন্ড্রু কিশোরের গাওয়া জনপ্রিয় ২০টি গানের শিরোনাম এখানে উল্লেখ করা হলো।

১. আমার সারা দেহ খেয়ো গো মাটি

২. আমার বুকের মধ্যেখানে

৩. আমার বাবার মুখে প্রথম যেদিন

৪. আমার গরুর গাড়িতে

৫. তোমায় দেখলে মনে হয়

৬. পড়ে না চোখের পলক

৭. প্রেমের সমাধি ভেঙে

৮. সবাই তো ভালোবাসা চায়

৯. হায়রে মানুষ রঙিন ফানুস

১০. বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে

১১. ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না

১২. শোন গো চাঁদ, শোন তারা

১৩. আমি একদিন তোমায় না দেখিলে

১৪. তুমি আজ কথা দিয়েছ

১৫. আমি চিরকাল প্রেমের কাঙাল

১৬. এক বিন্দু ভালোবাসা দাও

১৭. এক চোর যায় চলে

১৮. আমার চাঁদের সাথে দেব না তোমার তুলনা

১৯. জীবনের গল্প আছে বাকী অল্প

২০. ডাক দিয়াছেন দয়াল আমারে

কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর আজ সোমবার ৬ জুলাই সন্ধ্যা সাতটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন:

এন্ড্রু কিশোর আর নেই 

ধানের আইলে একটা ফিঙ্গে একটু দূরে দুটো শালিক, এন্ড্রু কিশোরের জীবনের গল্প

Comments

The Daily Star  | English

Cumilla rape: Main accused among two more arrested

Three others were arrested in the same case early today

52m ago