লকডাউনে দলের বন্ধন বেড়েছে: সিমন্স
সিরিজ খেলতে এক মাস আগে ইংল্যান্ড পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ। মূল সিরিজ শুরু হবে আগামীকাল বুধবার থেকে। তার আগে করোনাভাইরাসের জন্য বদলে যাওয়া পরিস্থিতিতে আইসোলেশন, কোভিড-১৯ পরীক্ষাসহ নানান স্বাস্থ্য সুরক্ষার ধাপ পেরোতে হয়েছে ক্যারিবিয়ানদের। থাকতে হয়েছে হোটেলে বন্দি। আর এতে ক্রিকেটারদের মধ্যে বন্ধন বেড়েছে বলে মনে করছেন কোচ ফিল সিমন্স।
সাউথ্যাম্পটনে কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। করোনাভাইরাসের কারণে প্রায় চার মাস বন্ধ থাকার পর এই সিরিজ দিয়েই ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট।
ভিন্ন এক বাস্তবতার মধ্যে দিয়ে যাওয়া সিমন্স সিরিজ শুরুর আগে বললেন, এই পরিবর্তিত পরিস্থিতিরও আছে ইতিবাচক দিক, ‘মাসখানেকের লকডাউন আমাদের জন্য খুব কাজে দিয়েছে। স্কোয়াডের সবাই একসঙ্গে থাকায় সবার মধ্যে বোঝাপড়া হয়েছে বেশ। এখন বন্ধনটা দৃঢ়। আমরা কয়েকদিন হোটেলের বাইরে বের হতে পারিনি। কাজেই একসঙ্গে থাকা, আড্ডা দেওয়া, জিম করা- এসব কাজে দিয়েছে।’
তবে ইতিবাচকের দিকের পাশাপাশি নতুন অনেক পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জও রয়েছে সামনে। সেজন্য মনোজগতে বড় ধরনের বদল আনার তাগিদ দেখছেন ক্যারিবিয়ান কোচ, ‘আবার মাঠে নামতে আমাদের মন-মানসিকতায় বড় বদল আনতে হবে। স্বাভাবিক সময়ে ভক্ত-সমর্থকরা গ্যালারি থেকে উৎসাহ যোগান। এখন নিজেদেরই নিজেদেরকে অনুপ্রাণিত করতে হবে। লালা নিষিদ্ধ হওয়ার ব্যাপারটাও সামলাতে হবে। শীতের কন্ডিশনেও বোলাররা অনেক ঘামে। কাজেই ঘাম একটা বিকল্প হতে পারে।’
Comments