ভার্চুয়াল কোর্ট বাতিলের দাবিতে পিরোজপুরে আইনজীবীদের মানবন্ধন

Pirojpur_Lawyers.jpg
ভার্চুয়াল কোর্ট বাতিল করে সনাতন পদ্ধতিতে বিচারিক কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পিরোজপুর জেলা আইনজীবী সমিতি। ছবি: স্টার

ভার্চুয়াল কোর্ট বাতিল করে সনাতন পদ্ধতিতে বিচারিক কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পিরোজপুর জেলা আইনজীবী সমিতি। আজ মঙ্গলবার সকালে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী ও তাদের সহকারীরা অংশ নেন।

বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহিদুল হক খান পান্না, আয়োজক সংগঠনের নেতা অ্যাডভোকেট শাহ আলম, অ্যাডভোকেট দিলীপ কুমার মাঝি, অ্যাডভোকেট একে আজাদ ও অ্যাডভোকেট মোস্তাফা কামাল।

তারা বলেন, করোনাভাইরাসের সংক্রমণের এ পরিস্থিতিতেও দেশের সব সরকারি ও বেসরকারি অফিসের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। দীর্ঘ দিন আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে পিরোজপুরসহ সারা দেশে এ পেশায় জড়িত আইনজীবী ও তাদের সহকারীরা বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তারা সরকারের কোনো সহযোগিতা পাননি। আদালত বন্ধ থাকায় সাধারণ মানুষও তাদের ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। ভার্চুয়াল কোর্টের বিষয়ে সব আইনজীবী সচেতন নয়। সব আইনজীবীর অংশগ্রহণের সুযোগও নেই। তাই ভার্চুয়াল কোর্টের সব কার্যক্রম বন্ধ করে সামাজিক দূরত্ব বজায় রেখে আদালতের স্বাভাবিক কার্যক্রম চালুর দাবি জানাচ্ছি। এ বিষয়ে প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

Comments

The Daily Star  | English
curfew extended in gopalganj

Curfew extended in Gopalganj indefinitely

It will be relaxed for three hours between 11am and 2pm

2h ago