কুষ্টিয়ার পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ৪
কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীতে প্রবল স্রোতে দুটি নৌকা ডুবে গেছে। দুর্ঘটনায় ৯ জন সাঁতরে তীরে পৌঁছাতে পারলেও এখনও নিখোঁজ রয়েছেন চার জন।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে সাদিপুর ইউনিয়নের ঘোষপুর এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে।
নিখোঁজেরা হলেন- জেলার ভেড়ামারা উপজেলার জামালপুর গ্রামের হারান শেখের ছেলে জুয়েল শেখ (৩০), নজুমুল হকের ছেলে জাকির হোসেন (২৫), আব্দুল জলিলের ছেলে শরিফুল ইসলাম (৩১) ও রঞ্জিতের ছেলে জুবা (৩২)। তারা সবাই পেশায় কৃষক ও দিনমজুর।
নৌকাডুবিতে সাঁতরে তীরে ওঠা মনসুর আলী জানান, পদ্মার চরে উলু ঘাস কাটতে ভেড়ামারা থেকে শ্রমিকেরা কুমারখালীর ঘোষপুর এসেছিলেন। চরে যেতে দুইটি ডোঙা নৌকা ভাড়া করা হয়। নৌকা দুটিতে ৪ জন ও ৯ জনে ভাগ হয়ে পদ্মা পাড়ি দিয়ে চরে পৌঁছানোর চেষ্টা করেন। কিন্তু প্রবল স্রোতে প্রথমে ৯ জনের নৌকাটি ডুবে যায়। ডুবন্তরা চার জনের নৌকায় চড়ার চেষ্টা করলে সেটিও ডুবে যায়। তাদের মধ্যে ৯ জন সাঁতার কেটে পাড়ে আসতে পেরেছেন।
সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বলেন, উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তারা সুস্থ আছেন। নিখোঁজদের উদ্ধারে কুষ্টিয়া ও পাবনা ফায়ার সার্ভিস কাজ করছে।
Comments