কোরবানির পশু পরিবহন করবে রেলওয়ে

প্রতীকী ছবি

ঈদুল আযহা উপলক্ষে পশু ব্যবসায়ীদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে (বিআর) কোরবানির পশু পরিবহণ করবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অনুরোধে রেলওয়ে এ সিদ্ধান্ত নিয়েছে।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন আজ মঙ্গলবার রেল ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, 'আমরা ব্যবসায়ীদের প্রয়োজন অনুযায়ী মালবাহী ট্রেন পরিচালনা করব। প্রতিটি ওয়াগনে ১৬ থেকে ২০টি গরু বহন করা সম্ভব। প্রতিটি ওয়াগনের ভাড়া পড়বে ৩৩ থেকে ৩৪ হাজার টাকা।'

'এটি সবচেয়ে নিরাপদ পরিবহণ,' যোগ করেন তিনি।

তিনি বলেন, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নাটোর, জামালপুর ও ময়মনসিংহের ব্যবসায়ীরা এই সুবিধা পাবেন।

রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মিয়া জাহান জানান, সর্বশেষ ২০০৮ সালে বাংলাদেশ রেলওয়ে দেওয়ানগঞ্জ থেকে ঢাকায় গরু নিয়ে এসেছিল।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

6h ago