ভিএআরে ত্রুটি দেখছেন লা লিগা প্রেসিডেন্টও

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে তিন মাসের বিরতি শেষে লা লিগার ফের মাঠে গড়ানোর পর ম্যাচ পরিচালনা নিয়ে নানা বিতর্ক ছড়িয়ে পড়ছে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সুবিধা একটি দলই পাচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকেই। অনেকেই বিষয়টি স্বাভাবিকভাবেই দেখছেন। তবে এ বিতর্কে নতুন মাত্রা পেয়েছে লা লিগা প্রেসিডেন্ট হ্যাভিয়ার তেবাসের কথায়। প্রযুক্তির ব্যবহারে যে কিছুটা গলদ রয়েছে তা মানছেন তিনি।
ছবি: এএফপি

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে তিন মাসের বিরতি শেষে লা লিগার ফের মাঠে গড়ানোর পর ম্যাচ পরিচালনা নিয়ে নানা বিতর্ক ছড়িয়ে পড়ছে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সুবিধা একটি দলই পাচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকেই। অনেকেই বিষয়টি স্বাভাবিকভাবেই দেখছেন। তবে এ বিতর্কে নতুন মাত্রা পেয়েছে লা লিগা প্রেসিডেন্ট হ্যাভিয়ার তেবাসের কথায়। প্রযুক্তির ব্যবহারে যে কিছুটা গলদ রয়েছে তা মানছেন তিনি।

ভিএআর নিয়ে বিতর্ক অবশ্য নতুন কিছু নয়। শুরু থেকেই এর নানা সিদ্ধান্তে বিতর্ক হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে বিতর্কটা বেড়েছে। বিশেষ করে করোনাভাইরাসের বিরতির পর প্রায় সব ম্যাচে বিতর্কিত সিদ্ধান্ত রিয়াল মাদ্রিদের পক্ষে যাওয়ায় সমালোচনা বাড়ে। কারণ একই সঙ্গে বেশ কিছু সিদ্ধান্ত গিয়েছে বার্সেলোনার বিপক্ষে। ফলে লা লিগা শিরোপা হারানোর পথে রয়েছে দলটি।

খেলোয়াড়-কোচদের নানা অভিযোগের পর বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউও স্বয়ং ভিএআর নিয়ে প্রশ্ন তুলেছেন। একটি বিশেষ দলই এর সুবিধা পাচ্ছেন বলে মন্তব্য করেছেন। তার ইঙ্গিতটা যে রিয়ালের দিকেই তা বুঝে নিয়েছেন সবাই।

ভিএআর নিয়ে তাই নিজের অসন্তোষ প্রকাশ করেন লা লিগা প্রেসিডেন্টও। আগের দিন স্প্যানিশ গণমাধ্যম এএসকে দেওয়া সাক্ষাৎকারে তেবাস বলেছেন, 'এর (ভিএআর) প্রযুক্তিগত ত্রুটি রয়েছে। আমাদের এর উন্নতি করতে হবে। আমরা বিতর্কের ব্যাপারে অমনোযোগী হতে পারি না। আমরা অনেক সমস্যা দেখতে পারছি, যা খেলায় খুব বেশি প্রভাব ফেলছে।'

ভিএআরের কিছু সিদ্ধান্ত পক্ষে যাওয়ায় তিন মৌসুম পর আবারও লা লিগা শিরোপা জয়ের খুব কাছাকাছি রিয়াল মাদ্রিদ। বার্সার সঙ্গে পরিষ্কার ৭ পয়েন্টের ব্যবধান গড়েছে তারা। তবে এ নিয়ে রিয়ালের সঙ্গে কোনো কথা বলতে রাজি নন তেবাস, 'আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে এবং নিশ্চিত করতে হবে যাতে রেফারিং নিয়ে বিতর্কিত সিদ্ধান্ত খুব কম হয়। কিন্তু ভিএআরের এসব বিষয় নিয়ে রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলাটা অবশ্যই ভালো কিছু হবে না।'

Comments

The Daily Star  | English

Metro rail services on the Agargaon-Motijheel route suspended

However, train movement from Uttara North to Agargaon section is normal

55m ago