বরিশালে করোনায় পুলিশ সদস্যের মৃত্যু

Mir Farouque.jpg
পুলিশ উপপরিদর্শক মীর ফারুক। ছবি: সংগৃহীত

বরিশাল জেলা পুলিশ লাইনে কর্মরত উপপরিদর্শক মীর ফারুক (৫১) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল ইসলাম আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ বিকেল ৪টা ৩০ মিনিটে মীর ফারুক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, মৃতের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি থানার বাউরিয়া গ্রামে। গত ৫ জুলাই তার করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে। পরে তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

Comments

The Daily Star  | English

Khulna JP office vandalised

Protesters vandalised the Jatiyo Party office in Khulna’s Dakbangla area yesterday evening.

1h ago