অনলাইনে ক্লাস-পরীক্ষা হলে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে বিদেশি শিক্ষার্থীদের
যুক্তরাষ্ট্রের কোনও বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষা কার্যক্রম পুরোপুরি অনলাইনে চালু হলে, ওই প্রতিষ্ঠানে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র ছাড়তে হবে। দেশটির ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) বিভাগ গতকাল সোমবার এ কথা জানিয়েছে।
আগামী শরৎকালীন সেমিস্টারের ক্লাস-পরীক্ষায় বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়ে দেশটির এ সিদ্ধান্তের কথা জানায় আইসিই। এই সিদ্ধান্ত কত শিক্ষার্থীর ওপর প্রভাব ফেলবে তা এখনও জানা যায়নি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান পুরোপুরি অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানো শুরু করলে, শিক্ষার্থী ভিসায় অবস্থানরতদের অবশ্যই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে বলে জানিয়েছে আইসিই। তা না হলে, তাদের নির্বাসনের মুখোমুখি হতে হবে।
তবে, যে সব শিক্ষার্থীর ক্লাসে সশরীরে উপস্থিতির বিষয় আছে, তাদের জন্য আইসিইর এ নির্দেশনা প্রযোজ্য হবে না।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পুরোপুরি ডিজিটাল ঘোষণা না করা পর্যন্ত এটি আংশিক অনলাইন কোর্স গ্রহণকারী এফ-১ শিক্ষার্থীর ওপরও প্রভাব ফেলবে না। এদিকে, এম-১ ভোকেশনাল প্রোগ্রামের শিক্ষার্থী ও এফ -১ ইংরেজি ভাষা প্রশিক্ষণ প্রোগ্রামের শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস নেওয়া হবে না।
করোনাভাইরাস মহামারি চলাকালীন ২০২০ সালের শরৎকালীন সেমিস্টারের শিক্ষা কার্যক্রম পুরোপুরি অনলাইনে চালানোর ঘোষণা দিতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো। ইতিমধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষের সব ক্লাস অনলাইনে হবে বলে সোমবার ঘোষণা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয়ের আয়ের অন্যতম উৎস বিদেশি শিক্ষার্থীদের দেওয়া টিউশন ফি। স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, ২০১৯ অর্থবছরে ৩ লাখ ৮৮ হাজার ৮৩৯ জনকে এফ ভিসা ও ৯ হাজার ৫১৮ জনকে এম ভিসা দেওয়া হয়েছে।
Comments