ভুয়া কোভিড-১৯ সনদ: রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা বন্ধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ

রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা অবিলম্বে বন্ধ করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)। ডিজিএইচএসের পরিচালক (হাসপাতাল) আমিনুল হাসান আজ মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা অবিলম্বে বন্ধ করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)। ডিজিএইচএসের পরিচালক (হাসপাতাল) আমিনুল হাসান আজ মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা তাদের অবিলম্বে হাসপাতাল বন্ধ করতে বলেছি।'

তিনি আরও বলেন, 'ওই সব হাসপাতালের রোগীদের বসুন্ধরার হাসপাতালে স্থানান্তর করা হবে। প্রয়োজনে রোগীদের কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালেও স্থানান্তরিত করা হবে।'

গতকাল সোমবার রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। যার মধ্যে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট দেওয়া এবং কোভিড-১৯ রোগীদের কাছ থেকে অর্থ আদায়ের অনিয়ম ছিল।   

আজ নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে অভিযানে রিজেন্ট গ্রুপের মূল কার্যালয় ও হাসপাতালের দুটি শাখা সিলগালা করে দেয়া হয়।

Comments