কুয়েতের নাগরিকত্ব প্রমাণিত হলে পাপুলের সংসদ সদস্য পদ বাতিল: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কুয়েতের নাগরিকত্ব প্রমাণিত হলে সংসদ সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ বাতিল করা হবে। আজ বুধবার একাদশ জাতীয় সংসদের অষ্টম (বাজেট) অধিবেশনে অনির্ধারিত আলোচনায় তিনি এ কথা বলেন।
বিএনপি দলীয় সংসদ সদস্য হারুন-অর-রশীদ পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বলেন, সংবিধানের ৬৬ অনুচ্ছেদ দ্বিতীয় দফা অনুযায়ী ‘কোনো ব্যক্তি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন কিংবা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন’ তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ও সংসদ সদস্য থাকার যোগ্যতা হারাবেন।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সে (পাপুল) স্বতন্ত্র সংসদ সদস্য। সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আমাদের নমিনেশন চেয়েছিল আমরা দেই নাই। ওই সিটটা আমরা জাতীয় পার্টিকে দিয়েছিলাম। জাতীয় পার্টির নোমান নমিনেশন পেয়েছিল। কিন্তু, সে ইলেকশন করেনি। ওই লোক (পাপুল) জিতে আসে।’
‘সে কুয়েতের নাগরিক কি না সে বিষয়ে আমরা কুয়েতের সঙ্গে কথা বলছি। দেখবো। যদি তা হয় তাহলে ওই সিট হয়তো খালি করে দিতে হবে। কারণ, যেটা আইনে আছে…। তার বিরুদ্ধে আমরা এখানো তদন্ত করছি।’
Comments